প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরায় উগ্রবাদ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মো. ইলতুৎমিশ, স্থানীয় সরকারের উপপরিচালক হুসাইন শওকত, ডিএমপির সিসিটিসির এডিসি নাজমুল হোসেন প্রমুখ। সভায় জেলা প্রশাসক মুজিববর্ষে জঙ্গি ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা গড়ার জন্য গ্রাম পুলিশদের প্রতি আহবান জানিয়ে বলেন, গ্রাম পুলিশরা তৃণমূল এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোন অপকর্মই তাদের নজর এড়ায় না।
তাই সন্ত্রাস ও জঙ্গি নির্মূলে তাদের আন্তরিক হয়ে কাজ করতে হবে। এটা তাদের ঈমানী দায়িত্ব। সেমিনারে জেলার প্রত্যেক ইউনিয়ন পরিষদের দফাদার ও চৌকিদাররা অংশ নেন।