মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আযহা। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে এবারের ঈদুল ফিতরের উৎসব ভিন্নধর্মী। এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোন প্রতিষেধক তৈরি না হওয়ায় এই ভাইরাস থেকে বাঁচতে শারীরিক দূরত্ব বজায় রাখাই একমাত্র উপায়।
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সোমবার ( ২৫ মে) সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। প্রাণঘাতি করোনার কারণে এবারের ঈদে মাশরাফি মুর্তজা, মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমের ঈদ নিয়ে রয়েছে বিশেষ অনুরোধ।
শনিবার তামিম ইকবালের ফেসবুক আড্ডায় যোগ দেন মাশরাফি, মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিম। এ সময় ঈদ উদযাপন নিয়ে মাশরাফির বলেন, ‘কঠিন একটা পরিস্থিতিতে ঈদ উদযাপিত হবে। ঈদটা অন্য সব ঈদের মতো নয়। আমাদের সবার জন্য এটা গ্রেট সুযোগ। একসঙ্গে ঘরে থেকে উদযাপন করার। বেঁচে থাকলে, সবাই সুস্থ থাকলে সামনে অনেক সুযোগ আসবে বাইরে বেড়ানোর।’
তাছাড়া বয়োজ্যেষ্ঠদের সময় দেওয়ার দারুণ সুযোগও দেখছেন সাবেক অধিনায়ক। তিনি বলেন, ‘এই সময়টা বাসায় যারা মুরুব্বি আছেন, তাদেরকে আমরা সময় দিতে পারি। তাদের ঈদটা যেন স্পেশাল হয়ে ওঠে। ঈদের দিন তো মুরুব্বিরা তরুণদের কাছে পায় না। এবার সুযোগ তাদেরকে ছোটবেলা ফিরিয়ে দেওয়ার। আমি সবাইকে ঘরে থাকার অনুরোধ করব। ঈদ মোবারক।’
মাশরাফির কথার সঙ্গে তাল মিলিয়ে মুশফিক বলেছেন, ‘এটা একটা বিশেষ ঈদ। মাশরাফি ভাইয়ের মতো আমিও বলব সবকিছু মেনে যেন আমরা ঈদটা পালন করতে পারি। বাসার সবাইকে সময় দিন এবং বাসায় থাকুন। ঈদ মোবারক।’
শেষ পর্বের বিদায় বেলায় তামিম ইকবাল বলেন, ‘কালকে থেকে সাড়ে ১০টা বাজলে আমার খারাপ লাগবে। আমি শো-টা অনেক উপভোগ করেছি। তারপরও ভবিষ্যতে এমন সুযোগ পেলে আবার আসবো। সবাইকে ঈদ মোবারক।’