প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৫, ৬:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৩, ২:১২ অপরাহ্ণ
ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরা হলনা শাহিনের
কিশোর কুমার: ঈদের ছুটিতে ফিরে কেনাকাটা করে বাড়িতে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন শেখ শাহিন (২৬)নামে এক যুবক।নিহত যুবক সাতক্ষীরা জেলার তালা উপজেলার ধলবাড়িয়া এলাকার আব্দুল বারিক শেখের ছেলে।সে পেশায় একজন গার্মেন্টস কর্মী ছিল।শুক্রবার (২১এপ্রিল) রাত ৮টার দিকে সাতক্ষীরা -খুলনা মহাসড়কের নেয়াপাড়া নামক স্থানে মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।নিহতের পরিবারে বরাত দিয়ে স্থানীয় বাসিন্দা শেখ আলামিন জানায়, শাহিন কাজের সুবাদে রাজধানী ঢাকার গার্মেন্টসে চাকুরি করত। মাস চারেক আগে বিয়ে হয় তার। সম্প্রতি ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে আসে শাহিন। ঘটনারদিন সন্ধ্যায় মির্জাপুর বাজারের কেনাকাটা শেষে মোটরভ্যান যোগে বাড়িতে ফিরছিল সে। পথিমধ্যে নোয়াপাড়া বাজারে আসলে দ্রুতগামী একটি মোটরসাইকেল ভ্যানটিকে পিছন থেকে ধাক্কামারে। এতে শাহিন ছিটকে পড়ে গুরত্বর আহত হয়। ওই সময় ভ্যানটি দুমড়ে মুচড়ে আহত হয় চালকও। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শবর্তী ক্লিনিকে ভর্তি করে।অবস্তার অবনতি হলে শাহিনকে খুলনা মেডিকেলে নেওয়ার পথিমধ্যে মৃত্যু হয় তার। তালা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের নির্দেশ দেওয়া হয়েছে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.