নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করায় নিজ কন্যাকে ঘরে তালাবদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে জীবনের নিরাপত্তা চেয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ পাঠিয়েছেন ভুক্তভোগী মোছাঃ রত্না ইসলাম। অভিযোগ সূত্রে জানা গেছে, দেবহাটা উপজেলার পুর্ব কুলিয়া গ্রামের অসীম কুমার পালের কন্যা গত ৩০ অক্টোবর সাতক্ষীরা নোটারী পাবলিকের মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণের পর থেকে রত্না ইসলাম পার্শ্ববর্তী এক মুসলিম বন্ধুর বাড়িতে আশ্রয় নেয়। বিষয়টি জানতে পেরে রত্মা ইসলামের পরিবারের লোকজন স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বাড়িতে নিয়ে আসে এবং একটি ঘরে তালাবদ্ধ করে রেখেছে। এব্যাপারে নিরাপদ থাকার ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে রত্না ইসলাম এক বন্ধুর মাধ্যমে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বরাবর একটি অভিযোগ দিয়েছেন।