প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৫, ১:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০১৯, ৮:৫৭ অপরাহ্ণ
ইসলামী ব্যাংক হাসপাতাল সাতক্ষীরায় ফ্রি ঠোঁট কাটা ও তালুকাটা ক্যাম্প অনুষ্ঠিত
ফিরোজ হোসেন : সাতক্ষীরায় বিজয়ের মাস উপলক্ষে বিনামূল্যে ঠোঁট কাটা ও তালুকাটা রোগীদের অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের আয়োজনে বিনামূল্যে ঠোঁট কাটা ও তালুকাটা রোগীর অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়। হাসপাতালের কনসালটেন্ট চত্ত্বরে হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মো. আনোয়ারুল হোসাইনের সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ও প্লাস্টিক ইউনিটের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন ডা. ইমরুল কায়েছ, ডা. ফকরুল আলম, হাসপাতালের হিসাব কর্মকর্তা শেখ শরিফুল আওয়াল,প্রশাসনিক কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন,মার্কেটিং ইনচার্জ মোস্তফা কামাল বুলবুল প্রমুখ। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চিকিৎসার মাধ্যমে মানবতার সেবা করার একটি বৃহত উদ্যোগ। ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড ঠোঁটকাটা ও তালুকাটা ক্যাম্পের মধ্যে সীমাবদ্ধ নয়। তারা ফ্রি মেডিকেল ক্যাম্প,ইউরোলজী, গাইনী, পাইলস, সুন্নতে খৎনা ক্যাম্প,ডাইবেটিস ক্যাম্প, শোক দিবসে বিনামূল্যে পরীক্ষা নিরীক্ষাসহ সমাজের মানুষের সেবা করে যাচ্ছে। দেশের সকল বেসরকারি হাসপাতালকে এভাবে মানুষকে চিকিৎসা দেওয়ার আহবান জানান। উল্লেখ্য ক্যাম্পে ১৬ জন রোগীকে অপারেশন ও চিকিৎসা প্রদান হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রশাসনিক কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.