নিজস্ব প্রতিবেদক : মহান বিজয়ের মাস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড এর উদ্যোগে বিনামূল্যে মনোরোগ ও মেডিসিন রোগী দেখা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ ডিসেম্বর ) সকাল ১০ টায় হাসপাতাল ভবনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে রোগী দেখেন মেন্টাল ইনস্টিটিউট এন্ড হসপিটাল ঢাকার বিশিষ্ট মনোরোগ, মেডিসিন, স্নায়ু ও সাইকোথেরাপিস্ট বিশেষজ্ঞ ডাঃ বিশ্বাস আবুল হাসান। ক্যাম্পে ২৭ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা পত্র প্রদান করা হয়। এসময় ক্যাম্পে সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং অফিসার আব্দুল হাকিম, ও খালেদা বিশ্বাস, মো. সাইদুল হোসেন।