প্রেস বিজ্ঞপ্তি: শুক্রবার (২৮ জুলাই) বিকাল চারটায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ইসলামকাটি ইউনিয়ন কমিটির ১ নং ওয়ার্ডের সাধারণ সভায় সভাপতিত্ব করেন কমরেড শৈলেন। প্রধান অতিথি হিসেবে বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক পরিস্থিতি ও ওয়ার্কার্স পার্টির রাজনীতি লক্ষ্য,উদ্দেশ্য ও গঠনতন্ত্র বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড মহিবুল্লাহ মোড়ল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক এড ফাহিমুল হক কিসলু, উপস্থিত ছিলেন ইসলামকাটি ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড নাজমুল ও সাধারণ সম্পাদক কমরেড শাহাজানসহ ইউনিয়ন কমিটির কর্মী ও নেতৃবৃন্দ। সভায় ইসলামকাটি ১ নং ওয়ার্ড ওয়ার্কার্স পার্টির প্রাথমিক কমিটি গঠনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।