
নিজস্ব প্রতিনিধি:
করোনাভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তির কাফন, জানাজা ও দাফন যথাযথ মর্যাদার সঙ্গে করার জন্য মসজিদের ইমাম মুয়াজ্জিনদের প্রতি আহবান করেছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু।
সোমবার বিকালে সদর উপজেলার পাবলিক স্কুল এ্যান্ড কলেজ চত্ত্বরে পৌর এলাকার মসজিদের ৫০জন ইমাম-মুয়াজ্জিনদের মাঝে চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণকালে একথা বলেন তিনি। এসময় আসাদুজ্জামান বাবু বলেন, ইমাম-মুয়াজ্জিনরা দেশের সর্বোচ্চ সম্মানের অধিকারি। তাদের আয় রোজগার অত্যন্ত সীমিত। তবে করোনা ভাইরাস সৃষ্ট দূর্যোগে ইমাম-মুয়াজ্জিনরা পরিবার পরিজন নিয়ে যেনো কষ্ট না করে সেজন্য সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছি। করোনা ভাইরাসের বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষণা করেছেন জানিয়ে তিনি আরো বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে। এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার প্রাণঘাতী করোনার সংক্রমণ থেকে দেশবাসীকে রক্ষা করা। পাশাপাশি নি¤œ আয় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানো। একারনে নিজ নিজ উদ্যোগে সকলে সম্মিলিত ভাবে এগিয়ে আসলে সরকারের পক্ষে করোনা মোকাবিলা অনেক সহজ হয়ে যাবে বলে জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নাহিদ হাসান শাহিন, ধর্ম বিষয়ক উপ সম্পাদক জামান শাহেদ, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক এহসান বাহার বুলবুল , জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনজুর হোসেন, সূর্য সেন হল ছাত্রলীগের সহ-সভাপতি মাসুম সজল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সম্পাদক মাহমুদ হুসাইন পারভেজ, তাহমিদ সুজা, মোশারফ হোসেন মন্টু, জুলফিকার রহমান উজ্জল, টুটুল হোসেন, আরিজুল ইসলামসহ স্থানীয় আথলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।