
আন্তর্জাতিক ডেস্ক: গুলিবিদ্ধ পিতা ইমরান খানকে দেখতে পাকিস্তান পৌঁছেছেন তার দুই ছেলে সুলাইমান ও কাসিম। ইমরান খানের প্রথম ও সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের গর্ভে জন্ম নিয়েছেন তারা। গত ৩রা নভেম্বর লংমার্চকালে ইমরান খানকে গুলি করে দুর্বৃত্ত(রা)। এরপর থেকে তিনি লাহোরে চিকিৎসা নিচ্ছেন। সেখান থেকেই বক্তব্য বিবৃতি দিচ্ছেন। গুলিবিদ্ধ হওয়ার পর তার সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ বৃটিশ পুলিশের কাছে তার ও পরিবারের নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। এ অবস্থায় বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের দিকে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) টুইটারে বলা হয়, পাকিস্তান পৌঁছে লাহোরে ইমরান খানের বাসভবন জামান পার্কের পথে ছিলেন তার দুই ছেলে। সঙ্গে যোগ করা হয় তাদের ছবি।