আন্তর্জাতিক ডেস্ক:
ইন্দোনেশিয়ায় ভারী বর্ষণে ভূমিধসে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনার আহত হয়েছেন আরও অনেকে।
সোমবার (৬ মার্চ) দেশটির দক্ষিণ চীন সাগর তীরবর্তী নাতুনা অঞ্চলে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (৭ মার্চ) আল জাজিরার খবরে বলা হয়, ইন্দোনেশিয়ার জাতীয় বিপর্যয় প্রশমন সংস্থা (বিএনপিবি) টুইটারে দুর্গত এলাকার বেশকিছু ছবি প্রকাশ করেছে। ছবিতে ভূমিধস এবং ঘরবাড়ির ওপর মাটি ও ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে।
সংস্থাটি জানিয়েছে, ভূমিধসের কারণে দুর্যোগকবলিত এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দুর্গত লোকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।
নাতুনা অনসুন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান আবদুল রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, ভূমিধসে ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৫০ জন।