
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে ইন্টার্নি চিকিৎসক পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে, কমিটি গঠনের জন্য ২৯ সেপ্টেম্বর রবিবার মেডিকেল কলেজ বিএমএ ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় নব্য ডাক্তারদের সাথে পরিচিতি পর্ব শেষে মেডিকেল কলেজ বিএমএ এর সভাপতি এবং স্বাচিপের সিদ্ধান্তনুশারে ডাঃ হুমায়ুন কবিরকে সভাপতি এবং ,ডাঃমিয়া আমিনুল ইসলামকে সাধারন সম্পাদক নির্বাচিত করে ২২ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।কমিটির অনান্য সদস্যরা হলেন সহ-সভাপতি ডাঃ সাজারুল ইসলাম সবুজ, ডাঃ প্রকাশ সরকার, ডাঃ ইমদাদুল ইসলাম,যুগ্ন সাধারন সম্পাদক ডাঃসাগর দে,ডাঃ মাজহারুর ইসলাম,ডাঃ ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক ,ডাঃরাজিব হোসেন,,ডাঃ ররিউল হাসান সুমন, ,ডাঃআবদুল্লাহ শুভ,অর্থ সম্পাদক,ডাঃ অমিত মিস্ত্রি, দপ্তর সম্পাদক,ডাঃ তৌহিদুর রহমান এলহাস,প্রচার সম্পাদ,ডাঃ শারমিন নিশি, সাংস্কৃতিক সম্পাদক,ডাঃ আশরাফুল ইসলাম, ,ডাঃতানহা রহমান বৃষ্টি, অধ্যায়ন সম্পাদক ,ডাঃআসমা ইরানি, ,ডাঃসাবিনা ইয়াসমিন, সদস্য ,ডাঃলিটন দাশ,,ডাঃমাউন জেরা, ,ডাঃরিয়াজুল ইসলাম,,ডাঃশাহরিয়া লিমন এছাড়াও উক্ত কমিটিতেউপদেষ্টা হিসেবে আছেন বিএমএ এর সভাপতি ডাঃ আজিজুর রহমান এবং সাধারন সম্পাদক ডাঃ এস জেড আতিক , সাতক্ষীরা স্বাচিপ এর সভাপতি ডাঃ মোখলেছুর রহমান এবং ডাঃ মনোয়ার হোসেন এব্যাপারে ইন্টার্নি চিকিৎসক পরিষদের নব-নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক বলেন, কমিটির কাজ হবে সকল ইন্টার্ন চিকিৎসক এর অধিকার নিশ্চিত করা,তাদের সাথে নিয়ে সকল যৌক্তিক দাবি নিয়ে আলোচনা করা প্রতিষ্ঠা করা,এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে চিকিৎসার জন্য সর্বোচ্চ আশ্রয়স্থল এবং দেশের অন্যতম চিকিৎসা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা । এজন্য তারা সকলের কাছে দোয়া এবং সহযোগিতা চেয়েছেন|