নিজস্ব প্রতিনিধি: ইনসাফ সীডস্ লিমিটেড’র আয়োজনে সাতক্ষীরায় আদর্শ বীজ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের ইন্ডিয়ান মাসালা রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে সোনালী বীজ ভান্ডারের স্বত্বাধিকারী মো. রহমত আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইনসাফ সীডস্ লি. এর ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. মাতিনুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইনসাফ সীডস্ লি. এর মার্কেটিং ম্যানেজার মো. রফিকুল ইসলাম খান। মতবিনিময় সভায় গুণগত ও মানসম্মত বীজ কৃষকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষে ইনসাফ সীডস্ লি. বিভিন্ন গবেষণার মাধ্যমে বিভিন্ন মৌসুম উপযোগী ও প্রতিক‚ল আবহাওয়ায় চাষ উপযোগী হাইব্রিড জাঁতের সবজি বীজ উৎপাদন ও আমদানী করে কৃষকের মাঝে ছড়িয়ে দিচ্ছে। এতে কৃষক অধিক ফলনের মাধ্যমে লাভবান হবে। ইতোমধ্যে সাতক্ষীরা জেলায় হাইব্রিড ঢেঁড়স ‘মধুমতি’, হাইব্রিড লাউ ‘বৈরাগী’, হাইব্রিড সষা ‘মতিমিয়া’, হাইব্রিড মিস্টি কুমড়া ‘রাজাবাবু’, বরবটি ‘বেনী’সহ বিভিন্ন বীজ ব্যবহারে কৃষকরা লাভবান হয়েছেন। এসময় জেলার বিভিন্ন অঞ্চলের ৩৫ জন বীজ ব্যবসায়ী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইনসাফ সীডস্ এর সাতক্ষীরা জেলার মার্কেটিং অফিসার হরিচাঁদ মন্ডল।
ক্যাপশন: সাতক্ষীরায় বীজ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ইনসাফ সীডস্ লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. মাতিনুর রহমান।