আব্দুর রহমান: ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্য সামনে রেখে ইদুল আযহা উপলক্ষে সড়কে চলাচলরত গাড়ির মালিক, চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সড়ক নিরাপত্তামূলক সচেতনতা সৃষ্টির লক্ষে রোড শো আয়োজন করা হয়। সোমবার (২৬ জুন ২০২৩) বিকাল ০৪ টা থেকে ০৬টা পর্যন্ত কেএমপি, খুলনা ও বিআরটিএ, খুলনার যৌথ আয়োজনে খুলনাস্থ সোনাডাঙ্গা বাস টার্মিনাল, বাস কাউন্টার ও বাসস্টান্ড এলাকায় ঘরেফেরা/ ঘরমুখো মানুষদের সচেতনতা বৃদ্ধি করতে এ রোড শো’র আয়োজন করা হয়।এছাড়া অতিরিক্ত ভাড়া আদায় রোধকল্পে বাস কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়। বিআরটিএ খুলনার পরিচালক প্রকৌশলী মাসুদ আলম ও ডিসি ট্রাফিক, কেএমপি মুনিরা সুলতানা রোড শো’র উদ্বোধন করেন। এরপর যাত্রী, পথচারী ও চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সকলের উদ্দেশ্যে সচেতনতামূলক বানী মাইকিং সঞ্চালনা করেন বিআরটিএ খুলনা এর সহকারী পরিচালক (ইঞ্জি) প্রকৌশলী তানভীর আহমেদ ও মোটরযান পরিদর্শক প্রকৌ: সাইফুল ইসলাম। জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও রোড শো তে জনগণের ব্যপক সাড়া পরিলক্ষিত হয়েছে। স্থানীয় মানুষ ও প্রেস মিডিয়া ব্যক্তিবর্গ সাধারণ জনগণ এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।