
আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ ইতালির অদূরে উত্তাল সাগরে নৌকা ডুবে এক শিশুসহ ৩০ জনেরও বেশি অভিবাসী মারা গেছে। ক্যালাব্রিয়া অঞ্চলের উপকূলীয় শহর ক্রোটোনের কাছে প্রায় ১০০ জন যাত্রী নিয়ে নৌকাটি নোঙ্গরের চেষ্টা করার সময় এটি ভেঙে যায়। রোবববার বিবিসি এ তথ্য জানিয়েছে।
সমুদ্রতীরবর্তী একটি অবকাশযাপন কেন্দ্রের সৈকত থেকে অনেক মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় বার্তা সংস্থা অ্যাডনক্রোনোস জানিয়েছে, নৌকাটিতে ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিক ছিল। দমকা আবহাওয়ার সময় নৌকাটি পাথরের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। ইতালীয় কর্তৃপক্ষ স্থল ও সমুদ্রে একটি বড় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়েছে।
ক্যালাব্রিয়ার দমকল বাহিনীর মুখপাত্র দানিলো মাইদা বলেছেন, মৃতের সংখ্যা ‘৩০ ছাড়িয়েছে।’ ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।