নাসিরউদ্দীন: হোটেলে সকালের নাস্তা খেতে এসে অসহায় সিরাজুল ইসলামের একটি বাই সাইকেল চুরি হয়েছে। শনিবার (১৮ জানুয়ারী) সকালে ইটাগাছা চিত্তবাবুর হোটেলের সামনে ঘটনাটি ঘটে।
জানা যায়, ইটাগাছা মানিকতলা গ্রামের মৃত জালাল উদ্দিনের পুত্র মোঃ সিরাজুল ইসলাম চিত্ত বাবুর হোটেলের সামনে ক্যাপ্টেন বাই সাইকেলে তালা দিয়ে রেখে নাস্তা করতে যায়। অল্প কিছুক্ষণ পর নাস্তা খেয়ে এসে দেখে তার সাইকেল নেই। মুহুর্তের মধ্যে সাইকেলটি হারিয়ে অসহায় সিরাজুল মানসিকভাবে হতাশাগ্রস্থ হয়ে পড়ে। অনেক খোঁজাখুজি করে সাইকেলটি পাওয়া যায়নি।