আব্দুল্লাহ আল মাহফুজ: সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছায় মৃত গিয়াস স্মৃতি ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ইটাগাছা জাগ্রত যুব সংঙ্গের আয়োজনে ও সভাপতি মোঃ নাসির উদ্দিনের পৃষ্টপোশকতায় শুক্রবার (২৫নভেম্বর) কুখরালী বলফিল্ড মাঠে উক্ত চার দলীয় ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত হয়। সকাল ৭টায় শুরু হওয়া প্রথম পর্বের খেলা শেষে বিকাল ৩.৩০ মিটিটে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে ইটাগাছা বন্ধু মহল একাদশ ২-১ গোলে ইটাগাছা ফ্রেন্ডস সার্কেল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ জাহাঙ্গির হোসেন কালু, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংক সাতক্ষীরা শাখার ম্যানেজার মোঃ বায়েজিদ হোসেন, এ্যাডঃ মতিনুর রহমান, আগড়দাড়ি ইউনিয়ন পরিষদ সচিব কবিরুল আলম মিন্টু, ইটাগাছা জাগ্রত যুব সঙ্গের সাবেক সাধারণ সম্পাদক শেখ আছাদুজ্জামান পিয়াল, বিশিষ্ট ঠিকাদার শেখ আছাদ্দুর জামান চান্দু, শেখ অহেদ হোসেন আকাশ, মোঃ মিজানুর রহমান। খেলা শেষে চ্যাম্পিয়ান দলকে ৫০ হাজার টাকা ও রানার্স আপ দলকে ৩০ হাজার টাকা প্রদান করা হয়।