
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসেন কালু’র নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৪টায় ইটাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে কাউন্সিলর প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসেন কালু’র পানির বোতল প্রতীকে উক্ত নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংকের অবসর প্রাপ্ত সাবেক কর্মকর্তা আলহাজ্ব আব্দুর রহিমের সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ নাসেরুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পানির বোতল প্রতীকে কাউন্সিলর প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসেন কালু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, ইটাগাছা ভিআইপি জেলা ট্র্যাক-টাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ সাহাঙ্গীর হোসেন শাহীন, ভূমিহীন নেতা আলী নুর খান বাবুল, ঠিকাদার আশরাফ হোসেন, পৌর ছাত্রলেগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী বিপ্লব, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আবুল কাশেম। কাউন্সিলর প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসেন কালু’র পানির বোতল প্রতীকে উক্ত নির্বাচনী পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুণ অর রশিদ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লালয়া পারভিন সেঁজুতি, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. আনতি মূখার্জী, সদর উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল। এছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হান্নান, আবুল কাশেম, ফজলু ঢালীসহ ৭নং ওয়ার্ডের ইটাগাছা, রইচপুর, বাগবাটি, খড়িবিলা এলাকার কয়েক হাজার কর্মী ও সমর্থক বৃন্দ।