আব্দুর রশিদ: সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছায় সিসি ঢালাই রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ অক্টোবর) সকাল ৯টায় এ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে ইটাগাছা আয়েন উদ্দীন মহিলা মাদ্রাসা সংলগ্ন পাকা রাস্তা হতে ঠিকাদার ইসরাফিল গাজীর বাড়ির সামনে পর্যন্ত ৪৪৮ ফুট লম্বা সিসি ঢালাই রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করায় এলাকায় মানুষের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। এসময় এলাকাবাসী পৌর কর্তৃপক্ষসহ উপস্থিত সকলকে মিষ্টি মুখ করান। ২ লক্ষ ৮৫ হাজার টাকা ব্যয়ে এ রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।
রাস্তা ও ড্রেন নির্মাণ হওয়ায় ইসরাফিল গাজী বলেন, দীর্ঘদিনের অবহেলিত এ রাস্তাটি ড্রেনসহ নির্মাণ করায় এলাকাবাসী শান্তিপূর্ণভাবে চলাচল করতে পারবে। আগে এখানে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হতো। ফলে মানুষের চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হতো। রাস্তা ও ড্রেন নির্মাণের ফলে আমরা স্থানীয় কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুসহ পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু বলেন, দীর্ঘদিনের জলাবদ্ধতা দূরীকরণে আমি একাধিক পানি নিস্কাষনের চেষ্টা করেছি। কিন্তু পরিকল্পিত ড্রেনজ ব্যবস্থা না থাকায় সেটি সম্ভব হয়নি। এখন ড্রেনসহ রাস্তাটি নির্মাণ হওয়ায় এই এলাকায় আর জলাবদ্ধতা সৃষ্টি হবে না। পর্যায়ক্রমে আমার এলাকার সকল রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। যাতে এলাকার মানুষের চলাচলে ভোগান্তি না হয়।
ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, সাতক্ষীরা পৌরসভার সকল রাস্তাঘাট ও ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে। অত্র ওয়ার্ডের কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু এই রাস্তা ও ড্রেনটি নির্মাণের চেষ্টা করায় এটি সম্পন্ন হয়েছে। আজ আমি এই কাজের উদ্বোধন করতে পেরে আনন্দিত এবং এলাকাবাসীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানাচ্ছি। পর্যায়ক্রমে সাতক্ষীরা পৌর সভার সকল রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, পৌর সভার সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, এসও সাগর দেবনাথ, রাজিবুল হাসান, মিজানুর রহমান, ফজলু ঢালী, আবুল কালাম, সেলিম চৌধুরী, রহজান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।