নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার ইজিবাইক-থ্রি-হুইলার চালকদের মাঝে উপহার সামগ্রী (খাদ্য) বিতরণ করেছেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।
মঙ্গলবার বিকালে শহরের ৩নং ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরার ইজিবাইক-থ্রি-হুইলার চালকদের মধ্যে তিনি এ উপহার সামগ্রী বিতরণ করেন।
আসাদুজ্জামান বাবু’র দেশ-বিদেশের অবস্থানকারী আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের আর্থিক সহযোগিতায় উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, সারা বিশ^ এখন মহাকান্তিকাল অতিবাহিত করছে। বাংলাদেশের অনেকেই আক্রান্ত হয়েছে। ইতোমধ্যে চিকিৎসকসহ প্রায় দেড়শতাধিক মানুষ মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে। কিন্তু এ সংকটে কর্মহীন হয়ে পড়া মধ্যম শ্রেণির মানুষ বিপাকে পড়েছেন। তাদের সহযোগিতা করার জন্য দেশ-বিদেশে অবস্থানরত বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের অর্থায়নে এ উপহার সামগ্রী (খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী) পৌছে দেওয়া হয়েছে।