নিজস্ব প্রতিবেদক: সদর উপজেলার কুখরালীতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ইজারা নেওয়া সম্পত্তি থেকে ভূমিহীন শামছুর গাজীকে উচ্ছেদের পায়তারা চালাচ্ছে মনজুর ও বাবু। ভূমিহীন শামছুর গাজীকে উচ্ছেদ পায়তারার অংশ হিসাবে তার বসত বাড়ীতে হামলা ও লুটপাটের অভিযোগও উঠেছে মনজুর ও বাবুর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শামছুর গাজী সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।ৎ
অভিযোগ সুত্রে জানা যায়, কুখরালী গ্রামের মৃত আবু তালেব গাজীর পুত্র শামছুর গাজী রামদেবপুর মৌজায় পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে ৩০ শতক জমি ইজারা নিয়ে বাড়িঘর নির্মাণ করে বসবাস করছেন। কিন্তু একই গ্রামের অজিয়ার মেম্বরের ২ পুত্র মনজুর ও বাবু ঐ সম্পত্তি দখলের জন্য ভূমিহীন শামছুর গাজীকে হুমকী দিয়ে আসছিলেন। এমতাবস্থায় সোমবার (২০ জানুয়ারি) মনজুর ও বাবুর নেতৃত্বে কতিপয় ব্যক্তি শামছুর গাজীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে।
এ বিষয়ে শামছুর গাজী উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
ইজারাকৃত সম্পত্তি থেকে ভূমিহীন শামছুর গাজীকে উচ্ছেদের পায়তারা
পূর্ববর্তী পোস্ট