লিটন ঘোষ বাপি: বাংলাদেশ ভারত সীমান্তবর্তী সাতক্ষীরার দেবহাটা ইছামতির ভয়বহ ভাঙ্গনের ফলে হুমকির মুখে উপজেলার পারুলিয়ার কোমরপুর গ্রাম। পূর্ণিমার গোনে ইছামতির তীব্র স্রোত ভাঙ্গন কবলিত কোমরপুর রক্ষার নড়বড়ে বাঁধের বৃহৎ অংশে ফাটল পরবর্তী ভেঙ্গে পড়া অভ্যাহত আছে। দক্ষীন কোমরপুরের সরোয়ারের বসতবাড়ী এলাকা হতে দীর্ঘ বেড়ী বাঁধ যে কোন সময়ে ইছামতির বুকে বিলীন হতে পারে। আতঙ্কিত গ্রাম বাসীর অনেকে নির্ঘুম রাত কাটিয়েছে। স্থানীয় গ্রামবাসীরা জানান, গত দুই দিন যাবৎ ভাঙ্গনের তীব্রতা বেড়েছে। জরুরি ভিত্তিতে ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহন না করলে ইছামতির লবণাক্ত পানিতে ভরে যেতে পারে ঐতিয্যবাহী গ্রামটি। আমরা এলাকাবাসী প্রতিনিয়ত আতঙ্কে মধ্যে থাকি কখন ভেঙে লোকালয়ে পানি ঠুকে যায়। গাছের গুড়ি পুতে উপরে বস্তা দিচ্ছে এতে করে ভেড়ি ঠিক হচ্ছে না। ভেড়ির গোড়াতে মাটি না দেওয়ার জন্য এই ভাঙ্গন রোধ করা সম্ভব হচ্ছে না।
গত কয়েক বছরে সীমান্ত পাড়ের এই গ্রামটিতে অবস্থিত সরকারি খাদ্যগুদাম, বসতবাড়ী, ফসলি জমিজমা, খেলার মাঠ ইছামতি নদীতে তলিয়ে গেছে।
ভাঙ্গন রোধে ব্যর্থ হওয়ায় গ্রামটির আয়তন হ্রাস পেয়েছে। বর্তমানে হুমকির মুখে গ্রামে অবস্থিত বাগদাদী পীরের মাজার, মসজিদ সহ বহু সংখ্যক বসতবাড়ী। ইতোমধ্যে ইছামতির ভাঙ্গণ কবলিত কোমরপুর এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব ড. আ. ন. ম. বজলুর রশীদ, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, পানি উন্নয়ণ বোর্ডের কর্মকর্তারা এবং জনপ্রতিনিধিরা।