লিটন ঘোষ বাপি: আগামী মঙ্গলবার শারদীয়া দুর্গা পূজার বিজয়া দশমী। এই বিজয়া দশমীতে এবারও সাতক্ষীরার দেবহাটা উপজেলার বাংলাদেশ-ভারত আন্তঃসীমান্ত নদী ইছামতিতে ভাসবে না মিলন মেলার তরী। শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনকে সামনে রেখে বিজিবি-বিএসএফ ও সরকারি কর্মকর্তাদের বৈঠকে উভয় দেশের নিরাপত্তার বিষয়টিকে সামনে রেখে এবং অনাকাক্সিক্ষত দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে, উভয় দেশের মানুষ নিজ নিজ সীমারেখার মধ্যে অবস্থান করে ইছামতি নদীতে প্রতিমা বিসর্জন দেবে। প্রসঙ্গত, পূর্বে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত বিভাজন কারী ইছামতি নদী উভয়দেশের মানুষের মিলন মেলায় পরিণত হতো। সর্বশেষ ২০১৭ সালে ইছামতি নদীর বুকে ভেসেছিল এমন সৌহাদ্যপূর্ন মিলন মেলার তরী। পরবর্তী আইনী জটিলতার কারনে বাংলাদেশ ও ভারতের উচ্চ পর্যায়ের প্রশাসনিক সিদ্ধান্তে বন্ধ হয়ে যায় শত বছরের ঐতিহ্যবাহী মিলনমেলা। তবুও প্রতিবছর দূর্গা পূজা আসলেই কাঙ্খিত সেই মিলনমেলার অপেক্ষা করতে থাকে দুথদেশের মানুষ।