নলতা (কালিগঞ্জ) প্রতিবেদক: আসন্ন ৬নং নলতা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি ও নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সহ-সভাপতি তারিকুল ইসলামের ছোট ভাই নলতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ খাদেমুল ইসলাম (তুফান)।
সোমবার সন্ধ্যা ৭ টায় অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপির নলতা বাসভবনে আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আসন্ন ৬নং নলতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ খাদেমুল ইসলাম (তুফান) বলেন, দীর্ঘদিন ধরে আমি ও আমার পরিবার দলের জন্য কাজ করে চলেছি। দলীয় মনোনয়ন পেলে জয় উপহার দেবো। নলতা ইউনিয়নবাসীর সেবায় আমি নিজেকে উৎসর্গ করতে চাই।