
জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১নং ভুরুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকে মনোনায়ন পেয়ে দলের নেতা কর্মী ও সর্বস্তরের জনতার ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও কালিগঞ্জ রোকেয়া মুনছুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাফরুল আলম বাবু। শনিবার (৪ডিসেম্বর) বিকেলে ঢাকা থেকে নৌকার মনোনয়নের চিঠি নিয়ে নিজ ইউনিয়নে মৌতলা বাসস্ট্যান্ড পৌছলে তাকে ফুলেল শুভেচ্ছায় বরন করেছেন শত শত নেতা কর্মী ও ইউনিয়নের সর্বস্তরের জনগন। কালিগঞ্জ শ্যামনগর সংযোগস্থল মৌতলা বাসস্ট্যান্ড থেকে নৌকার পুস্পমালা দিয়ে দলীয় নেতা কর্মী ও সমর্থকরা কয়েক শতাধিক মোটরসাইকেল এবং বিশাল গাড়ি বহর নিয়ে শ্যামনগর উপজেলা ১নং ভুরুলিয়া ইউনিয়নে প্রবেশ করেন।ঐসময় রাস্তার দুইপাশে শিশু থেকে শুরু করে অসংখ্য নারীপুরুষ তাকে হাত নেড়ে স্বাগত জানান। ঐ সময় চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ জাফরুল আলম বাবু। উৎসুক মানুষকে দুই হাত নেড়ে অভিন্দন জানান। ইউনিয়নের নয়টা ওয়ার্ডে র্যালি শেষে চালিতাঘাটা বাজারে তিন রাস্তার মোড়ে সংবর্ধনা সমাবেশে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ জাফরুল আলম বাবু। সর্বস্তরের জনসাধারন ও দলীয় নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ভুরুলিয়া ইউনিয়নে দল আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়ে যে সম্মানিত করেছে তার জন্য দলের মনোনয়ন বোর্ডসহ কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দ ও মানর্নীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়াও কৃতজ্ঞতা জ্ঞাপন করি শ্যামনগর-কালিগঞ্জ (আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার ও শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস্এম আতাউল হক দোলন, সহ জেলা উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দকে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। আমাকে এলাকার উন্নয়ন ও গ্রামকে শহরে রুপান্তরিত করার এবং মানুষের সেবা করার জন্য দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন দেন। তিনি আরও বলেন, জনগনের জন্য কে বেশী নিরাপদ ও মঙ্গলজনক তা জেনে-শুনে আগামী ৫ জানুয়ারি নৌকা প্রতীকে রায় দিয়ে এ জনপদের মানুষের ভাগ্যোন্নয়ন ঘটাতে হবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য সবার কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন। এসময় ভুরুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম লাভলু ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন শানা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকরা ফুলেল শুভেচ্ছা জানান।