আহাদুর রহমান (জনি): তালায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই নিয়ে ফুঁসে উঠেছে তালার মুক্তিযোদ্ধারা। ইচ্ছামত সময়ে যাচাই বাছাইয়ের সময় নির্ধারন ও মুক্তিযোদ্ধাদের অগ্রাহ্যসহ নানা অভিযোগে ইউএনও বিরুদ্ধে ফুঁসে উঠেছেন তারা।
বেশ কিছুদিন ধরেই তালা উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম নিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। দূর্বল স্বাক্ষ্য প্রমান বা জাল কাগজপত্র দেখিয়ে মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম ওঠানোর চেষ্টা ছিলো এর অন্যতম কারণ। তালায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রমে আবেদিত সম্ভাব্য মুক্তিযোদ্ধাদের মধ্যে তিনজনের কাগজপত্র ও স্বাক্ষ্য প্রমাণে ব্যাপক গড়মিল পাওয়া যায়। যাচাই বাছাইয়ে তাদের মধ্যে ললিত মোহন সাহার আবেদনে উত্থাপিত কাগজ পত্র ঘষামাজা করে তৈরি করা ও স্বাক্ষী দূর্বল বলে জানান তালা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি। বাকি দুই জনের স্বাক্ষী দূর্বল ও অসংলগ্ন। কিন্তু ললিত মোহন সাহার মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভূক্তি নিয়ে ব্যপক চাপ প্রয়োগের অভিযোগ ওঠে।
এসব অভিযোগ নিয়ে সর্বশেষ বৃহস্পতিবার (১৮’আগস্ট) তালা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে সকাল ১১টায় একটি সভা আয়োজিত হয়। তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়ার্দারের সভাপতিত্বে প্রায় তিন ঘন্টাব্যাপী আয়োজিত এ সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন মুক্তিযোদ্ধারা। সভায় অংশ নেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহ-কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলু, খেশরার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফজলুল, তালা সাংগঠনিক কমান্ডার তবিবুর রহমান, চিত্তরঞ্জন, আব বক্কর, নজীর আহমেদ, সিদ্দক সহ তালার অন্যান্য মুক্তিযোদ্ধারা।
আলোচনা সভার শুরুতে মুক্তিযোদ্ধারা আলোচিত ললিত মোহন সাহার সকল কাগজপত্র পর্যালোচনা করে সর্ব সম্মতিক্রমে এই সিদ্ধান্তে উপনিত হন যে ললিত মোহন সাহা মুক্তিযোদ্ধা নন। যাচাই বাছাইয়ে ললিত মোহন সাহা মুক্তিযোদ্ধা না বলে সিদ্ধান্ত জানাবেন বলে প্রতিশ্রুতি দেন যাচাই তালা উপজেলা মুক্তিযোদ্ধা বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান। যা রেজুলেশনে অর্ন্তভূক্ত করা হয়।
অন্যদিকে ললিত মোহন সাহাকে মুক্তিযোদ্ধা বলে স্বীকৃতির জন্য একটি পক্ষ কাজ করছে। তাদের প্রতিহত করার হুশিয়ারিও দেয়া হয় তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে।
এ দিকে ইচ্ছাখুশিমত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা ও মুক্তিযোদ্ধাদের মতামত অগ্রাহ্যসহ তালা উপজেলা নির্বাহী অফিসারে বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সংসদের সভায় নানা অভিযোগ তোলেন মুক্তিযোদ্ধারা। তারা বিষয়গুলো পর্যালোচনা করছেন এবং পরবর্তীতে এধরনের কর্মকান্ডের প্রতিবাদে করণীয় নিয়েও আলোচনা করেন।
উল্লেখ্য, ললিত মোহন সাহা পক্ষে যে সাময়িক সনদ উপস্থান করা হয়েছে তার নং ১৪৮৬০। সেই ১৪৮৬০নং সনদটি খুলনা জেলা সদরের ২৩, আজিজুর রহমান সড়কের ইয়াকুব হোসেনের ছেলে বীর মুক্তিযোদ্ধা তারেক সৈয়দ আলী হাসানের নামে নিবন্ধিত। অন্যদিকে তিনি মুজিব বাহিনীর অধীনে যুদ্ধ করেছেন বলে আবেদনে তার সন্তানরা উল্লেখ করলেও সাময়িক ওসমানি সনদ উপস্থাপন ও নৌ-কমান্ডের সদস্যদের স্বাক্ষী হিসেবে উপস্থাপন করছেন।
ইউএনও বিরুদ্ধে ফুঁসে উঠেছে তালার মুক্তিযোদ্ধারা
পূর্ববর্তী পোস্ট