
প্রধান প্রতিবেদক: তালা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেনের ঝটিকা অভিযানে মুহূর্তেই পাল্টে গেছে সাতক্ষীরার পাটকেলঘাটা থানা সদর। ঝটিকা অভিযানে বাজারের ফুটপাত দখলমুক্ত, নোংরা, ভেজাল, নষ্ট খাবার বিক্রি ও অবৈধ মোটরযানের উপর রোববার বিকেলে এ অভিযান পরিচালনা করেন তিনি। এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা আদায় করা হয়।
তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম জানান, নোংরা পরিবেশে মিষ্টি বিক্রির দায়ে পাটকেলঘাটার পাঁচরাস্তা মোড়ের ঘোষ ডেয়ারীকে পাঁচ হাজার, এছাড়া মোবাইল ফোন ফেয়ারকে দুই হাজার, অয়েল মিল মালিক কালুকে দুই হাজার, মোটরসাইকেল চালক আব্দুল হান্নানকে ৫শ টাকা, প্রকাশ্যে ধুমপান করায় শরিফুল ইসলামকে ২শ টাকা জরিমানাসহ ৯টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সব মিলিয়ে ১২ হাজার ৩শত টাকা ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন অবৈধ দখলদারদের উদ্দেশ্যে বলেন, পাটকেলঘাটা বাজারে কোন ফুটপাত দখলকারী থাকবে না। জনসাধারনের চলাচলে কোন প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। দোকানের সামনে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এ অভিযান অব্যাহত থাকবে।