জিয়াউর রহমান শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে ইঁদুরের আক্রমণ থেকে রক্ষা পেতে ধানক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করেন কৃষক শোকর আলী। নিজের তৈরী ফাঁদেই অসাবধানবশত: বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষক শোকর আলীর মৃত্যু হয়। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উত্তর কদমতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শোকর আলী (৫৮) মৃত মোবারক গাজীর ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।