
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ-এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসায় বই উৎসব উদযাপন করা হয়েছে। পয়লা জানুয়ারি সকাল ১০ টায় মাদ্রাসা ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসবের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা.আবুল কালাম বাবলা।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো: রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকার আব্দুর রহিম,শিক্ষাবীদ আব্দুল মজিদ ও আব্দুল জব্বার, সমাজ সেবক আয়ুব আলী,অভিভাবক সদস্য মইনউদ্দীন প্রমুখ। মাদ্রাসার সিনিয়র শিক্ষক সাখাওয়াত উল্যাহর পরিচালনায় শিক্ষকদের মধ্য থেকে প্রভাষক আবুল হাসানসহ অনেকে বক্তব্য রাখেন।