
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার হলরুমে অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু। এছাড়াও মহান বিজয় দিবস ২০১৯ উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা ও মাদ্রসার ভবন রক্ষার কারণে মাদ্রাসা প্রাচীর পাশের কয়েকটি গাছ কাটা বিষয়ে পরিচালনা পরিষদের সভায় সিদ্ধান্ত ও রেজুলেশন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক নুর মোহাম্মদ, আনারুল ইসলাম, মনিরুল ইসলাম, নাসির উদ্দিন, তৈয়েবুর রহমান, আবুল বাসার, আব্দুল করিম, আমিনুর রহমান, সিদ্দিকুর রহমান প্রমুখ। মহান বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া।