প্রেস বিজ্ঞপ্তি: কালিগঞ্জ উপজেলাধীন মৌতলা ইউনিয়নের পানিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় আশ্রয় বিজ্ঞান ক্লাবের আয়োজনে রবিবার স্থানীয় কৃষকদের সাথে বিজ্ঞানভিত্তিক জৈব সার উৎপাদন ও ব্যবহারে উৎসাহিতকরণে দুদিনব্যাপি কৃষি কর্মশালা পানিয়া আনসার ও ভিডিপি ক্লাব মিলিনায়তনে উদ্বোধন হয়েছে। আশ্রয় বিজ্ঞান ক্লাবের সভাপতি ডা. জি এম আব্দুল মাজেদের সভাপতিত্বে কর্মশালা উদ্বোধন করেন মৌতলা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ফেরদাউস মোড়ল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৭, ৮ ও ৯নং সংরক্ষিত ওয়ার্ডের দীর্ঘদিনের মেম্বর মাহফুজা খাতুন খুকু, মৌতলা ইউনিয়ন আ.লীগের সম্মানিত সাধারণ সম্পাদক মো. রহুল আমিন সরদার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আশ্রয় বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক সরদার গিয়াসউদ্দিন আহম্মেদ। কৃষি কর্মশালার প্রথম দিনে জৈব সার উৎপাদন কৌশল, গুরুত্ব, উপকারীতা, জৈব সার ব্যবহার, সময় ও পরিমাণ, কেন জৈব সার ব্যবহার প্রয়োজন ইত্যাদি বিষয়ে নাতিদীর্ঘ ধারণা প্রদান করেন ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা জনাব ওবায়দুর রহমান। কর্মশালায় স্থানীয় পঁচিশ জন চাষী/ কৃষক অংশগ্রহন করেছেন। কর্মশালায় কৃষি ও বিশ্ব খাদ্য পরিস্থিতি সম্পর্কে ধারনা প্রদান করেন উন্নয়নকর্মী ও অশ্রয় বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক সরদার গিয়াসউদ্দিন আহম্মেদ এবং তাকে সহযোতিা করেন সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ন কবীর।