মোঃ মোকাররাম বিল্লাহ ইমন: দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে বিশ্বের বৃহত্তম আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠান ‘আশা’ দীর্ঘদিন ধরে মানবিক সহায়তা দিয়ে আসছে। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি এবারও সাতক্ষীরা জেলায় শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় আশা–সাতক্ষীরা জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে নবাগত জেলা প্রশাসক মোছাঃ আফরোজা খানম–এর নিকট মোট ৪৮০ পিস কম্বল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—আশা খুলনা ডিভিশনের অতিরিক্ত বিভাগীয় ব্যবস্থাপক এ.কে.এম সেলিম আল রেজা,মোঃ আমান পারভেজ (আরএম–ট্রেইনী),মোঃ আবু সাঈদ (এসবিএম–সাতক্ষীরা সদর–১),মোঃ আব্দুস সাত্তার (এসবিএম–সাতক্ষীরা সদর–২),মোঃ আরিফুল ইসলাম (এএসই, আশা–সাতক্ষীরা জেলা),জিএম ফরহাদ হোসেন (সিএবিএম কাম সিও, আশা সদর–১),সহ অন্যান্য ব্রাঞ্চের কর্মকর্তাবৃন্দ।
এ সময় আশা’র অতিরিক্ত বিভাগীয় ব্যবস্থাপক এ.কে.এম সেলিম আল রেজা বলেন—“আশা শুধু ক্ষুদ্রঋণ সেবাই নয়, বরং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে নৈতিক দায়িত্ব মনে করে। প্রতিবছরের মতো এবারও শীতবস্ত্র ও মানবিক সহায়তা আমাদের নিজস্ব অর্থায়নেই দেওয়া হচ্ছে।”
স্থানীয়ভাবে আশা’র এ উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সাতক্ষীরার সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।