আশাশুনি প্রতিবেদক: আশাশুনি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম।
মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনকালে মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্রদের সাথে সার্বিক সমস্যা জানতে মতবিনিময় করেন। সুপেয় পানি সংকটের কথা তুলে ধরে ছাত্ররা পানির ট্যাংক ও পুকুরের ঘাট পাকাকরনের দাবি জানান। উপজেলা চেয়ারম্যান তাদের দাবির সাথে একমত পোষণ করে সুপেয় পানির জন্য পানির ট্যাংক এবং পুকুরের ঘাট পাকা করে দেয়ার কথা ঘোষণা করেন। এছাড়া ব্যক্তিগত অর্থায়নে অধ্যায়নরত এতিম ছাত্রদের তাদের পছন্দ মত জুব্বা এবং সালোয়ার তৈরি করে দেওয়ার ঘোষণা করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, প্রধান শিক্ষক হাফেজ জাহেদ আব্দুল্লাহ, সহকারী শিক্ষক হাফেজ আবুজর গিফারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।