আশাশুনি সংবাদদাতা: আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুপেয় পানির প্লান্ট রিভার্স অসমোসিস (আরও) প্লান্ট উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০.৩০ টায় স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাসে প্লান্টের উদ্বোধন করা হয়। পিসিআর ওয়াশ প্রকল্পের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও প্লান্টের শুভ উদ্বোধন করেন, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রজেক্ট ম্যানেজার এমরান হাসান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রসূন কুমার মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, ওয়াটার এইড বাংলাদেশ এর প্রোগ্রামস এন্ড পলিসি এডভোকেসী ডিরেক্টর পার্থ হেফাজ শেখ, ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ এডাপটেশন প্রোগ্রাম ডিরেক্টর ফারুক আহমেদ, মেডিকেল অফিসার ডাঃ আমিনুল কবির, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান।প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন, ওয়াটার এইড বাংলাদেশ এর ক্লাইমেট রেজিলিয়েন্ট প্রোগ্রাম প্রজেক্ট কোঅর্ডিনেটর রেভিন চাকমা। অনুষ্ঠানে প্রজেক্ট ইঞ্জিনিয়ার মমতাজ উদ্দীন উপস্থিত ছিলেন। পানির প্লান্টটি নির্মানে ব্যয় হয়েছে ২৩ লক্ষ টাকা। প্লন্টটি থেকে প্রতি ঘন্টায় ১০০০ লিটার সুপেয় পানি সরবরাহ করা সম্ভব হবে। হাসপাতালের রোগি ও স্টাফরা বিনামূল্যে এবং অন্য গ্রহিতারা ৫০ পয়সা লিটার মূল্যে পানি সংগ্রহ করতে পারবেন।