
জি এম মুজিবুর রহমান, আশাশুনি: আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাঃ নীতিশ চন্দ্র গোলদার যোগদান করেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় তিনি আরএমও ডাঃ প্রসুন কুমার মন্ডলের নিকট থেকে দায়িত্ব ভার বুঝে নেন।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি কর্মরত ছিলেন। মঙ্গলবার তিনি আশাশুনিতে যোগদান করেন। এসময় আরএমও ডাঃ প্রসুন কুমার মন্ডল, মেডিকেল অফিসার ডাঃ ইমরান হোসেন, হিসাব রক্ষক সুকান্ত পাল, হেলথ ইনচার্জ আবু মুছা প্রমুখ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।