
আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে বদলী জনিত বিদায় সংবর্ধনা উপলক্ষে স্মৃতি চারণ অনুষ্ঠান করা হয়েছে। আশাশুনি অফিসার্স ক্লাবে গতকাল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় আলোচনা রাখেন, বিদায়ী অতিথি সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসাইন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাল, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে পুস্প স্তবক দিয়ে বিদায় জানান হয়। এর আগে বক্তাগণ বিদায়ী অতিথির স্মৃতি চারণ করে আলোচনা রাখেন।