আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী জন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারী) বিকালে আশাশুনি সরকারি কলেজ চত্বরে এ জন সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে জন সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী নৌকার মাঝি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। সভায় সাবেক এমপি ডাঃ মোখলেছুর রহমান, ডাঃ রুহুল হকের পুত্র ইঞ্জিনিয়ার জিয়াউল হক সুমন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক স ম হুমায়ুন কবির সুমন, সাংগঠনিক সম্পাদক স ম সেলিম রেজা মিলন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী সামছুল আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি শাহেদুজ্জামান শাহেদ প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। আর তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে বাংলাদেশের এত উন্নয়ন কখনোই সম্ভব হতো না। স্বাধীনতা বিরোধী একটি চক্র দেশের উন্নয়ন চায় না। তারা জ্বালাও পোড়াও কে ভালবাসে। তাই আমাদের চোখ, কান খোলা রাখতে হবে, স্বাধীনতা বিরোধী চক্রটি কিন্তু বসে নেই। আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে বানচাল করতে তারা কিন্তু মরিয়া হয়ে উঠেছে। দেশের উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সকলকে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামীলীগ সরকারকে আবারও দেশের উন্নয়ন করার সুযোগ দেওয়ার জন্য আহবান জানান তিনি।