জি এম মুজিবুর রহমান, আশাশুনি: আশাশুনি সরকারি কলেজের প্রভাষক মিজানুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাদ জোহর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
আশাশুনি উপজেলা সদরের শ্রীকলস গ্রামের বাবর আলী গাজীর কনিষ্ঠ পুত্র প্রভাষক মিজানুর রহমান (৪৭) বৃহস্পতিবার সকাল ৭.৩০ টায় ইন্তেকাল করেন। ( ইন্না লিল্লাহে অইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুান্তে তিনি স্ত্রী ও ২ পুত্র সন্তান রেখে গেছেন। এদিন বাদ জোহর মরহুমের বাড়ী সংলগ্ন ঈদগাহ ময়দানে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযা নামাজে আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ ও আলহাজ্ব রুহুল আমিন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসেন আলী, সাবেক উপাধ্যক্ষ জামায়াত নেতা আব্দুস সবুর, আশাশুনি আলিম মাদ্রাসার অধ্যক্ষ ড. আবুল হাসান, উপজেলা জামাতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, কর্মপরিষদ সদস্য মাওঃ নুরুল আফসার মোরতাজা, প্রভাষক জাকির হোসেন ভূট্ট, প্রভাষক শাহাদাত হোসেন টিটল, প্রভাষক জহুরুল ইসলাম, মরহুমের বড় ভাই সাবেক মেম্বর আব্দুর রহিম, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম আহসান হাবিব, সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, সাবেক কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান সহ কলেজের অন্যান্য শিক্ষক-কর্মচারী ও সর্বস্তরের মানুষ অংশ নেন।