আশাশুনি প্রতিবেদক: আশাশুনি সদর ইউনিয়নের দয়ারঘাট বেড়ী বাঁধের নির্মান কাজ শুরু হতে না হতেই অনিয়মের অভিযোগ উঠেছে। এব্যাপারে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন। লিখিত অভিযোগে জানাগেছে, দয়ারঘাট ওয়াপদা ভেড়ী বাঁধের নির্মান কাজ চলছে। চলমান কাজ প্রাক্কলন ও নকশা অনুযায়ী করা হচ্ছেনা। ইউপি চেয়ারম্যানসহ একাধিক সংশ্লিষ্ট প্রত্যক্ষদর্শী জানান, পাউবো কর্তৃপক্ষের উপস্থিতিতে বাঁধের কাজের পূর্বে প্রোফাইল স্থাপন করে বলা হয়েছিল, এই স্থান হবে বাঁধের মাঝখান। এখান থেকে ১৪ ফিট টপ হবে এবং রিভার সাইডে ৩৩ ফুট ও কান্ট্রি সাইটে ২২ ফুট স্লোব করা হবে। তার পরে জিও ব্যাগ ও বাঁশ দেওয়া হবে। কিন্তু পুর্বের নকশা ঠিক থাকলেও কাজে নকশা মানা হচ্ছেনা। এব্যাপারে বিষয়টি তদন্ত পূর্বক প্রাক্কলন ও নকশা অনুযায়ী সঠিক ভাবে করার ব্যবস্থা করতে অনুরোধ জানান হয়েছে। এব্যাপারে পাউবো’র এসও গোলাম রাব্বী জানান, নতুন করে প্রোফাইল দেওয়া হয়েছে, যা নকশা অনুযায়ী দেওয়া হয়েছে। কোন পরিবর্তন করা হয়নি।