আশাশুনি প্রতিবেদক: আশাশুনি সদরের বাজার বাণিক সমিতির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে বাজার চান্নিতে এ সভা অনুষ্ঠিত হয়।
বণিক সমিতির সভাপতি মফিজুল ইসলাম লিংকনের সভাপতিত্বে এবং উপদেষ্টা জাকির হোসেন প্রিন্স ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাবুর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কবীর। বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, ওসি (তদন্ত) মাহফুজুর রহমান, থানা জামে মসজিদের ইমাম হাফেজ বাকি বিল্লাহ, এসআই নুর মোহাম্মদ, রিপোটার্স ক্লাবের সহ-সভাপতি এমএম সাহেব আলী, প্রেসক্লাব সদস্য বাহবুল হাসনাইন, শ্রমিক লীগের সেক্রেটারী মনিরুজ্জামান বিপুল, উপদেষ্টা আব্দুল লতিফ ঢালী, আব্দুর রশিদ, এস এম ইয়াহিয়া ইকবাল, গ্রাম ডাঃ আশুতোষ রায়, তুলসী চন্দ্র পাল, এবিএম আলমগীর পিন্টু, বেলাল হোসাইন প্রমুখ। সভায় নবগঠিত কমিটি ও বিভিন্ন ব্যবসায়ীক সমিতির নেতৃবৃন্দের পরিচিতি ও তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।