প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৫, ১১:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৫, ৮:২৯ অপরাহ্ণ
আশাশুনি প্রেস ক্লাবে কার্য নির্বাহী কমিটির সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুকের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক এসকে হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এসএম আহসান হাবিব, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম, সহ-সভাপতি আলী নেওয়াজ, সহ-সভাপতি সচ্চিদানন্দদে সদয়, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, যুগ্ম-সম্পাদক সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক শেখ বাদশা, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আয় ব্যয়ের হিসাব, সাধারণ সভার দিন ধার্য, আসবাবপত্র নির্মান কমিটি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.