জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ এম এম নূর আলমের মাতার দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (৪ জানুয়ারী) বেলা ১১ টায় মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আরার গোবিন্দপুর গ্রামের আলহাজ্ব মরহুম রিয়াজদ্দিন মালীর স্ত্রী ও সাংবাদিক এম এম নূর আলমের মাতা হাসিনা বেগম (৬০) শনিবার সন্ধ্যা ৭.৩০ টার দিকে নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। রবিবার আরার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন, মরহুমার জামাতা মাওঃ ফরিদুল হক। এসময় কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশ, প্রেসক্লাব সভাপতি এস কে হাসান, কাদাকাটি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক তুহিন উল্লাহ তুহিন, প্রেস ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক আশিকুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, বিএম আলাউদ্দীন, ইয়াছির আরাফাত ড্যানিশ, ইয়াছিন আরাফাত পিন্টুসহ সর্বস্তরের মুসল্লি উপস্থিত ছিলেন।

