নিজস্ব প্রতিনিধি: আশাশুনি প্রেসক্লাবের বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে সভাপতি জিএম আল ফারুকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক সমীর রায়ের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, সহসভাপতি আলী নেওয়াজ, আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক এস কে হাসান, সাংবাদিক হাসান ইকবাল মামুন, আকাশ হোসেন, বাহবুল হাসনাইন, হাবিবুল্লাহ বিলালী, সোহরাব হোসেন, প্রভাষক আশিকুজ্জামান, ডা. শাহজাহান হাবিব, ডা. নুর আলম, ইয়াসির আরাফাত, মুকুল শিকারী, জ্বলেমিন হোসেন, ফায়জুল কবির, জাকির হোসেন, জগদীশ সানা, শেখ বাদশা, মইনুল ইসলাম প্রমুখ।
সভায় আশাশুনি প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান মাসুদকে ষড়যন্ত্রমূলক নারী নির্যাতন মামলায় কারাগারে পাঠানোর বিষয়ে নিন্দা প্রস্তাব গৃহীত হয়। সাথে সাথে ছুটিতে থাকা আশাশুনি থানা অফিসার ইনচার্জ গোলাম কবির কর্মস্থলে যোগদান না করা পর্যন্ত থানার সকল খবর এবং পত্রিকা পরিবেশন বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয় এবং প্রভাষক মাসুদকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবীতে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
আশাশুনি প্রেসক্লাবের বিশেষ জরুরী সভা
পূর্ববর্তী পোস্ট