নিজস্ব প্রতিবেদক, আশাশুনি: আশাশুনি প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা দিলেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ইলেক্ট্রিশিয়ান কমিটির নেতৃবৃন্দ।
শুক্রবার সন্ধ্যায় কুল্যার মোড়ের 'এ কাসেম মার্কেটে নব নির্বাচিত সভাপতি এস এম আহসান হাবিব, সহ সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক এস কে হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল শিকারী, সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, কোষাধ্যক্ষ এম এম নুর আলম-কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন ইলেক্ট্রিশিয়ান কমিটি। ফুলেল শুভেচ্ছাকালে ইলেক্ট্রিশিয়ান কমিটির সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক রজব আলী, শ্যামনগর উপজেলা সভাপতি আতিয়ার রহমান, ইলেক্ট্রিশিয়ান কামরুজ্জামান, জাহিদ হাসান ইমদা, হাফিজুর রহমান হাফিজ, দিনুবন্ধু মন্ডল, বাবু লাল দেবনাথ, আব্দুস সালাম, কামরুল ইসলামসহ আশাশুনি প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র ইলেক্ট্রিশিয়ান মোঃ রজব আলী। অনুষ্ঠান শেষে ইলেক্ট্রিশিয়ান কমিটির নেতৃবৃন্দ বলেন, পল্লী বিদ্যুৎ সমিতি আমাদের পদ পদবী উন্মুক্ত করায় আমরা বেকার হয়ে পড়েছি। তারা অভিযোগ করে বলেন পল্লী বিদ্যুৎ সমিতি নন ইলেক্ট্রিশিয়ান কর্মী দ্বারা গ্রাহকদের ঘর ওয়াইরিং করছে। এতে করে একদিকে যেমন ভুল ত্রুটির কারণে মৃত্যুর সংখ্যা বাড়ছে, অন্য দিকে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে অভিজ্ঞ ইলেক্ট্রিশিয়ানদের।