সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ আসামীকে গ্রেফতার করেছে। সোমবার আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালামের নেতৃত্বে থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে, এসআই(নিঃ) বিজন কুমার সরকার সঙ্গীয় ফোর্সের সহায়তায় নিয়মিত মামলা ২৪(০৮)/১৯ এর সন্দিগ্ধ আসামী ধুলিহর গ্রামের আঃ রশিদ গাজীর ছেলে মেহেদী হাসানকে আশাশুনি উপজেলার বড়দল এলাকা হতে গ্রেফতার করে। এএসআই (নিঃ) কবির হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর-৯২/১৮ (ওয়ারেন্ট) মূলে আসামী দক্ষিণ গদাইপুর গ্রামের মৃত সধিরের ছেলে হরিপদ দাসকে গ্রেফতার করে। এএসআই (নিঃ) দেবাশিষ মন্ডল সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর-১১৩/১৯ (ওয়ারেন্ট) মূলে আসামী নাসিমাবাদ গ্রামের নুর মোহাম্মদ গাজীর স্ত্রী আমেনা খাতুনকে গ্রেফতার করে। এএসআই (নিঃ) নাজিম হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর-৬৯/১৯ (ওয়ারেন্ট) মূলে আসামী নাসিমাবাদ গ্রামের হাবিবুল্লা মোড়লের ছেলে আলমগীর মোড়লকে গ্রেফতার করে। আসামীদেরকে বিচারার্থে মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।