সচ্চিদানন্দদেসদয় : আশাশুনিতে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুই সন্তানের জননীকে পিটিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত মহিলাকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিন বড়দল গ্রামে এ ঘটনা ঘটে।
হাসপাতালে শায়িত মাধাই সানার স্ত্রী আহত গৃহবধু নমিতা সানা জানান, পার্শ্ববর্তী মৃত ভূধর মন্ডলের পুত্র হরিপদ মন্ডলের সাথে দীর্ঘদিন ধরে তাদের জমিজমার বিরোধ চলে আসছে। শুক্রবার ঝড়ে পড়া তার গাছের ডাল কাটতে গেলে হরিপদ, তার স্ত্রী করুনা রানী, পুত্র কৃষ্ণপদ ও বৌমা সুবর্ণা মিলে তাকে বাধা দেয়। তিনি প্রতিবাদ করতে গেলে তারা তাকে বেদম মারপিট করে কান ছিড়ে দেয়। অজ্ঞান হয়ে পড়ে গেলে তিনি মারা গেছে ভেবে তারা কেটে পড়ে। অজ্ঞান হয়ে পড়ে থাকাবস্থায় জনৈক ভ্যানচালক তাকে তুলে আশাশুনি থানায় দেখিয়ে হাসপাতালে ভর্তি করে। তাদের অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে তিনি প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।