আশাশুনি প্রতিবেদক: আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ঢালী মোঃ সামছুল আলম পুনরায় সভাপতি নির্বাচচিত হয়েছেন। সোমবার (২৮ মার্চ) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত সভায় তাকে বিনা প্রতিদ্ব›িদ্বতায় সভাপতি নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামানের সভাপতিত্বে দুপুর ১২.৩০ টায় সভা অনুষ্ঠিত হয়। সভায় দাতা সদস্য ঢালী মোঃ সামছুল আলম, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), অভিভাবক সদস্য ইলিয়াছ সরদার, আকিবার রহমান, সালাহ উদ্দিন, স ম ফজলুর রহমান, মহিলা অভিভাবক সদস্য হামেদা খাতুন, পিআর আনম আলমগীর কবির, সুনীল কুমার মন্ডল, রেজভি সুলতানা উপস্থিত ছিলেন। সভাপতি পদে ঢালী মোঃ সামছুল আলম একাই নমিনেশন পত্র জমা দেওয়ায় ও উপস্থিত সকল সদস্য তাকে সমর্থন জ্ঞাপন করায় প্রিজাইডিং অফিসার ঢালী মোঃ সামছুল আলমকে বেসরকারি ভাবে বিনা প্রতিদ্ব›িদ্বতায় সভাপতি নির্বাচিত ঘোষণা করেন।
উল্লেখ্য, ঢালী মোঃ সামছুল আলম এনিয়ে ৪র্থ বার স্কুলের সভাপতি এবং ৪ বার এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন। সভাপতি নির্বাচিত ঘোষণার পর নব নির্বাচিত সভাপতিসহ অন্য সদস্যবৃন্দ স্কুলের সার্বিক উন্নয়নে একতাবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।