১৭ মে, ২০২৫ ইং তারিখ রোজ শনিবার আশাশুনি উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় আশাশুনি উপজেলা যুব ফোরামের ২ দিন ব্যাপি সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক যুব ফোরামের দক্ষতা বৃদ্ধিমূলক রিফ্রেসার্স প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য এবং মৌমাছি সংস্থার নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক। প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন প্রকল্পের জেলা সমন্বয়কারী মাসুদ রানা। উল্লেখ্য, গতকাল ১৬ মে, ২০২৫ তারিখ রিফ্রেসার্স প্রশিক্ষণের শুভ সূচনা এবং আজ প্রশিক্ষণের সমাপনী হয়। আশাশুনি উপজেলার ১১ টি ইউনিয়নের যুব ফোরাম সদস্যরা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এই রিফ্রেসার্স প্রশিক্ষণের মাধ্যমে যুব ফোরামের যুবরা জীবনের নানা পরিস্থিতি মোকাবেলা, জীবন মান উন্নত করা, মানসিক শক্তি দৃঢ় করা, সমস্যার যথাযথ সমাধান খুঁজে পাওয়ার মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটাবে এবং সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে ভূমিকা রাখবে।