আশাশুনি সংবাদদাতা:
দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় আশাশুনি উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার এমদাদুর রহমান তারেক কর্মবিরতিতে থাকায় জনদুর্ভোগে চরমে পৌঁছেছে। ফলে নামপত্তন (মিউটেশন) থেকে শুরু করে আটকে গেছে ভূমিসংক্রান্ত নানান কাজ। জানা গেছে, গত ০৯/১০/২৩ তারিখে সার্ভেয়ার এমদাদুর রহমান তারেক যোগদানের পর উপজেলা ভূমি অফিসে সেবা নিতে আসা জনগণের মুখে হাসি ফিরলেও ০৭/১০/২৪ তারিখ হতে কর্মবিরতিতে থাকায় সেবা নিতে আসা জনসাধারণ ভোগান্তিতে পড়েছে।
উপজেলার ১১ ইউনিয়নের ৯টি ভূমি অফিসের অধীন জনগণ তাদের প্রয়োজনীয় কাজ মেটাতে উপজেলা ভূমি অফিসে গিয়ে শূন্য হাতে ফিরে যেতে বাধ্য হচ্ছে। উপজেলা ভূমি অফিসে সেবা নিতে আসা একাধিক ব্যক্তি জানান, কোট থেকে সার্ভেয়ারের মামলার প্রতিবেদন দেওয়ার কথা থাকলে সকল কাগজপত্র এনে উপজেলা ভূমি অফিসে এসে দেখি সার্ভেয়ার কর্মবিরতিতে রয়েছেন। ফলে আমাদের হতাশ হয়ে ফিরতে হচ্ছে। তার জন্য আমরা বিভিন্ন অসুবিধায় পড়েছি। আশাশুনি উপজেলা ভ‚মি অফিসের কর্মরত ও শ্যামনগর উপজেলা ভ‚মি অফিসে অতিরিক্ত দায়িত্বে থাকা সার্ভেয়ার এমদাদুর রহমান তারেক জানান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ৩১ টি টেকনোলজি আছে। তার মধ্য হতে সার্ভেয়িং টেকনোলজি অন্যতম।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ যেমন বড় বড় মেগা প্রকল্পের জমি অধিগ্রহণ, ভ‚মি জরিপ, সরকারি সম্পত্তি হতে অবৈধ উচ্ছেদসহ সরকারি স্বার্থসংশ্লিষ্ট সব কাজে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকি। আমরা সার্ভেয়িং টেকনোলজি চার বছর মেয়াদী ডিপ্লোমা করার পরেও দশম গ্রেড বেতন স্কেল পদমর্যদা থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। ১৯৯৪ সালের পরিপত্রের আলোকে আমাদের বাংলাদেশের সকল মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, ও সংস্থায় কর্মরত ডিপ্লোমা ইন সার্ভেয়ার ইঞ্জিনিয়ারদের ১০ গ্রেড বাস্তবায়ন লক্ষ্যে রাষ্ট্র/সরকারের উচ্চ পর্যায়ের যারা নীতি নির্ধারক আছেন তাদের অবগতির জন্য আমাদের এই কর্মসূচি। ১৯৯৪ সাল থেকে আমরা সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ বৈষম্যের শিকার। আমাদের এটা দাবি নয় অধিকার।
এ শান্তিপূর্ণ কর্মস‚চির মাধ্যমে আমাদের এই অধিকার বাস্তবায়ন করতে চাই। জনভোগান্তি থেকে বাঁচতে উপজেলা ভূমি অফিসে সার্ভেয়ারের পুনরায় কর্মস্থলে যোগদান করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেন।