আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সঞ্চালনায় সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, প্রভাষক ম মোনায়েম হোসেন, আঃ আলিম মোল্যা, দীপঙ্কর কুমার সরকার দীপ, আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, প্রকৌশলী আক্তার হোসেন, সমাজ সেবা অফিসার, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, পিআইও সোহাগ খান, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলার সকল ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালনের সবশেষ সভায় উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, সড়কের পাশের মৎস্য ঘেরে আউট ড্রেন কার্যকর করা, অমান্য করলে মামলা করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।