নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলা জাতীয় পার্টির আলোচনা সভা ও যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলা জাপা’র সভাপতি রুহুল আমিন এর সভাপতিত্বে শুক্রবার (১৯ জুন) বিকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ২৫ জন ব্যক্তি জাতীয় পার্টিতে যোগদান করেন।
উপজেলা জাপা’র সাধারণ সম্পাদক ইয়াহিয়া ইকবাল এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় দলের সহ সভাপতি নুরুল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, সমাজ কল্যান সম্পাদক মোসলেম উদ্দীন, উপজেলা যুব সংহতির সভাপতি রফিকুল ইসলাম, শোভনালী ইউনিয়ন সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক তুহিন গাজী, জাপা নেতা ইউনুছ আলী, মোসেল উদ্দীন সহ অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টির নীতি ও আদর্শে বিশ^াসী হয়ে সভায় শোভনালী ইউনিয়নের এম, এ হামিদ সরদারের পুত্র বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এস এম মনিরুজ্জামান ডালিম সহ তার নের্তৃত্বে ২৫ জন ব্যক্তি উপজেলা জাপা’র নের্তৃবৃন্দের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান করেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
সভায় বর্তমান বৈশি^ক মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে দলীয় নেতা কর্মী সহ জনসাধারণকে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতন করা, সামজিক দূরত্ব বজায় রেখে আগামী ১৪ জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি এইচ, এম এরশাদ এর ১ম মৃত্যু বার্ষিকী পালন করা সহ সাংগঠনিক অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।